ব্রেকিং নিউজ  
                            
                            মৌলভীবাজার শহর থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১০:২৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
 - / ২১৩৩ বার পড়া হয়েছে
 

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার শহরের ২নং ওয়ার্ডের থেকে গৃহবধু জাহানারা বাহার পলি (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের সোনাপুর ( বড় বাড়ী ) থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জাহানারা বাহার পলি সোনাপুর এলাকার আফজাল হোসেন তায়েফ এর স্ত্রী।
স্থা্নীয় সূত্রে জানাযায়, রাতে একই রুমে পলি স্বামীর সাথে ঘুমিয়ে ছিলেন এঠাৎ সকালে উঠে দেখতে পান পলি ফ্যানের সাথে ঝুলছে।
মৌলভীবাজার মডেল থানার আবুল বাশার মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান তাদের দুটি সন্তান রয়েছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












