ব্রেকিং নিউজ
মৌলভীবাজার সড়কে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ চলমান মাহে রমজান ও ঈদকে সামনে রেখে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার সড়কে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে যৌথ ভাবে নেমেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এসময় সড়কে উপর ও ফুটপাতে অবৈধ ভাবে দোকান-পাট পরিচালনার অভিযোগে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনে ৮টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল জব্দ করা হয়।
বুধবার ১২ মার্চ দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।
জেলা প্রশাসন সুত্রে জানা যায় রমজান মাস জুড়ে খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানী, ফুটপাতে অবৈধ দোকান রোধে মনিটরিংয় কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশ।

ট্যাগস :