মৌলভীবাজার সদর হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি পালন
- আপডেট সময় ০৯:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৫৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ মৌলভীবাজার সদর হাসপাতাল আয়োজনে এই প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বুকে লাল ব্যাচধারণ করেন।

কর্মসূচি থেকে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সব ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের এক দফা দাবি মেনে
নেয়ার আহ্বান জানান।
আন্দোলনকারিরা জানান,আমরা সেবাপেশার সঙ্গে জড়িত। অথচ আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দ্রুত আমাদের দাবি মেনে নেয়া হোক।তাহলে আমরা রাস্তা ছেড়ে আমাদের সেবাপেশায় ফিরে যাব ।

কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদেরর শতাধিক নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।



















