মৌলভীবাজার সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় ০২:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ৫৯৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিক মৌলভীবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সময় টিভি মৌলভীবাজার স্টাফ করেসপন্ডেন্ট শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেককাটা আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এম এ সালাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, সিনিয়র সাংবাদিক সাদিক আহমদ, ইমজার সভাপতি এডভোকেট রাধা পদ দেব সজল,সাধারণ সম্পাদক বকশি মিছবাউর রহমান,প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,সহ সভাপতি অশোক কুমার দাস,প্রথম আলোর প্রতিবেদক আকমল হোসেন নিপু, সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, বিটিভির প্রতিনিধি হাসানাত কামাল, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী,এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ ও সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব,নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, বাংলা ৭১জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম প্রমুখ।