মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রশিবির এর সদস্য কর্তৃক ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী নারী শিক্ষার্থী কে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী দের হেনস্থা করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কলেজ ক্যাম্পাসের শহীদ জিয়া অডিটোরিয়াম এর সামনে থেকে মিছিল টি বের হয়ে সারা ক্যাম্পাস পদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে।
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শেখ মুহিত, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফুয়াদুর রহমান ফাহিম,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা তানভীর আহমদ, শোয়েব আহমদ,কাওছার আহমদ তানভীর, সৈয়দ নাবিল উজ্জামান, সোহান আহমদ, ফুয়াদ আহমদ, শাহরিয়ার ইমন, ওলি উল্ল্যাহ,রাব্বির আহমেদ, মোহাম্মদ কামরান, জীবান আহমদ, মাসুম আহমদ, রিয়াদ আহমদ, আরাফাত জনি প্রমুখ।
