মৌলভীবাজার স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

- আপডেট সময় ০৯:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ২৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ১১তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মৌলভীবাজার স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির সভায় সভাপতিত্ব করেন জেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক বদরুল হক। সঞ্চালনা করেন কমিটি সদস্য সচিব আতাউর রহমান।
আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সমন্বয়ক উপানন্দ বর্মন, সদর উপজেলা সভাপতি রাধিকা রঞ্জন দেব,সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যদি উপজেলা সভাপতি মোঃ আদনান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দুলন দেব, রাজনগর সভাপতি মুজাম্মেল হক, কমলগঞ্জ সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ,বক্তব্যে বক্তারা বলেন আমাদের দাবি সমূহ না মেনে নিলে পহেলা সেপ্টেম্বর থেকে সারাদেশে স্বাস্থ্য সহকারীর ইপিআই কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা।
