ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিএনপি ৪ দফা দাবিতে আজ মাঠে নামছে দৈনিক আমার দেশ এর জেলা প্রতিনিধি হলেন সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনে আল্টিমেটাম শিশুদের নিয়ে ঝগড়া নি-হ-ত – ১ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি সদস্য সচিব আব্দুর রহিম রিপন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মাউন্টেন বাইক রেস-২০২৫ কুলাউড়ার অধ্যাপক তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটির ভিসি চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশীল নারীরা মৌলভীবাজার সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা হাওরের পাখি শিকার থেকে বিরত থাকতে হবে….মৌলভীবাজারে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৌলভীবাজার-১ ‘খেলা হবে ম্যারাডোনার সাথে মেসির’

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৭৪৭ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমদ রিয়াজ নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন, ‘ইবার ১৪-১৮ সালের ভোট হবে না। ইবার খেলা হবে। কঠিন খেলা, নীরব খেলা। ইবার খেলাইবা বিএনপি-জামায়াতের মাইষে। বিএনপি জামায়াতের মানুষ ভোট কেন্দ্রে গেলে নৌকার সাথে লাঙ্গলের ব্যবধান হবে ৭০ হাজার ভোটের। তাইলে বুঝছইন নি খেলা কিলা অইব।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন আহমদ রিয়াজ।

আহমদ রিয়াজ তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিনকে ম্যারোডনার সাথে তুলনা করে বলেন, ‘তাইন (শাহাব উদ্দিন সাহেব) ভালা মানুষ। আলোকিত মানুষ। অনেক উন্নয়ন করছইন। তাইন (শাহাব উদ্দিন সাহেব) অইলা ম্যারোডনা আর আমি অইলাম মেসি। ম্যারোডনা খেলেন না, খেলা শেখান আর মেসি খেলেন। মেসি গোল দিতে পারে। তাই ইবার মৌলভীবাজার-১ এ খেলা হবে ম্যারোডনার সাথে মেসির।’

আহমদ রিয়াজ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অবাদ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। ভোটের বাক্সে হাত দিলে গুলি হবে, এমন নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করে নির্বাচন করছি৷ আশা করছি বঙ্গবন্ধু কন্যা বিজয়ের মাসে দেওয়া কথা রাখবেন৷ কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। এটা বিশ্বাস করি।

নৌকার পতন ঘটাতে ভোটে আশার আহ্বান জানিয়ে বিএনপি জামায়াতের লোকজনের উদ্দেশ্য রিয়াজ বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে ভোটে আসুন। নৌকার বিরুদ্ধে ভোট দিন৷

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার-১ ‘খেলা হবে ম্যারাডোনার সাথে মেসির’

আপডেট সময় ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমদ রিয়াজ নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন, ‘ইবার ১৪-১৮ সালের ভোট হবে না। ইবার খেলা হবে। কঠিন খেলা, নীরব খেলা। ইবার খেলাইবা বিএনপি-জামায়াতের মাইষে। বিএনপি জামায়াতের মানুষ ভোট কেন্দ্রে গেলে নৌকার সাথে লাঙ্গলের ব্যবধান হবে ৭০ হাজার ভোটের। তাইলে বুঝছইন নি খেলা কিলা অইব।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন আহমদ রিয়াজ।

আহমদ রিয়াজ তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিনকে ম্যারোডনার সাথে তুলনা করে বলেন, ‘তাইন (শাহাব উদ্দিন সাহেব) ভালা মানুষ। আলোকিত মানুষ। অনেক উন্নয়ন করছইন। তাইন (শাহাব উদ্দিন সাহেব) অইলা ম্যারোডনা আর আমি অইলাম মেসি। ম্যারোডনা খেলেন না, খেলা শেখান আর মেসি খেলেন। মেসি গোল দিতে পারে। তাই ইবার মৌলভীবাজার-১ এ খেলা হবে ম্যারোডনার সাথে মেসির।’

আহমদ রিয়াজ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অবাদ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। ভোটের বাক্সে হাত দিলে গুলি হবে, এমন নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করে নির্বাচন করছি৷ আশা করছি বঙ্গবন্ধু কন্যা বিজয়ের মাসে দেওয়া কথা রাখবেন৷ কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। এটা বিশ্বাস করি।

নৌকার পতন ঘটাতে ভোটে আশার আহ্বান জানিয়ে বিএনপি জামায়াতের লোকজনের উদ্দেশ্য রিয়াজ বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে ভোটে আসুন। নৌকার বিরুদ্ধে ভোট দিন৷