মৌলভীবাজার ৩ আসনে লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী
 
																
								
							
                                - আপডেট সময় ০৭:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।
৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজ-এ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এসময় তিনি বলেন লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ বৈষম্য প্রতিহিংসামুক্ত ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। লেবার পার্টির ধর্ম কর্ম সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে ১ম ধাপের দলীয় প্রার্থী তালিকায় নির্বাচনী এলাকা মৌলভীবাজার সদর রাজনগর আসনে শাহ মাছুম বিল্লাহ ফারুকীর নাম ঘোষণা করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মুস্তাফিজুর রহমান ইরান ।
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সাবেক মহাসচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,শিক্ষাবিদ ও সমাজ সেবক, বাংলাদেশ লেবার পার্টির মৌলভীবাজার জেলার প্রধান সমন্নয়ক শাহ মাছুম ফারুকী আজ জাতীয় রাজনীতির অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছেন। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।
তিনি (মৌলভীবাজার – রাজনগর) মৌলভীবাজার ৩ আসনের সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।
 
                             
																			

















