মৌলভীবাজার- ৩ সংসদীয় আসনে মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় ০৫:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২৯২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমির মোঃ আব্দুল মান্নান।
সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে বিকাল ৩:৫০ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন মাননীয় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল
তিনি মৌলভীবাজার-৩ আসনের সর্বস্তরের মানুষের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, বিশিষ্ট সমাজ সেবক আনিসুর রহমান, মৌলভীবাজার চেম্বারের নবনির্বাচিত ডাইরেক্টর সৈয়দ মহিউদ্দিন আহমেদ চৌধুরী শাহীন,ডা:সাইফুল্লাহ মোহাম্মদ তানবীর, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ,সদর উপজেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, রাজনগর উপজেলা সেক্রেটারি মিসবাউল হাসান, সদর উপজেলা সেক্রেটারি ইসমাইল আলী প্রমূখ।



















