কে,এম,আবু তাহের চৌধুরী’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- আপডেট সময় ১০:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ১৩৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের সভাপতি ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে,এম,আবু তাহের চৌধুরী’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার কে, এম,আবু তাহের চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকে দেশের গণমাধ্যম গুলোর কন্ঠরোধ করে রাখা হয়েছিল। স্বাধীনতা বা মুক্ত ভাবে মত প্রকাশের সুযোগ ছিলনা। ৫ আগস্টের পর গণমাধ্যম আবার মুক্ত হতে শুরু করেছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সিলেট এম.এ.জি ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরের সমস্যা ও প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। তার সাংবাদিকতার বয়স পঞ্চাশ বছর উল্লেখ করে বলেন, দেশে অববস্থান কালে প্রাচীন পত্রিকাগুলোতে কাজ করেন। তার চাচাও ছিলেন সাংবাদিকতায়। তার বড় ভাই প্রয়াত এ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীনও লেখালেখি করতেন। বাংলাদেশে সাংবাদিকতায় থাকাকালেই তিনি যুক্তরাজ্যে যান। সেখানে ৪০ বছর যাবত সাংবাদিকতায় স¤পৃক্ত রয়েছেন। তিনি সাংবাদিকতার মান উন্নয়ন সহ মৌলভীবাজার প্রেসক্লাবের উন্নয়নে কাজ করা প্রতিশ্রতি দেন। শেষে মতবিনিময় সভার আয়োজন করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী এই সাংবাদিক।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেছেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির চাকা সচল রাখার মূল চাবিকাঠি। তারা দেশের জন্য অবদান রাখছেন, যোগ্য সম্মানটুকু তাদের প্রাপ্য। দেশের জন্য প্রবাসেও অবদান রেখে চলেছেন। যুক্তরাজ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি হচ্ছেন কমিউনিটি লিডার সাংবাদিক কে,এম,আবু তাহের চৌধুরী। যুক্তরাজ্যে বসবাসকারী সকল কমিউনিটি লিডারদের মধ্যে সেরা ১০ জনকে বাছাই করা হয়। ওই ১০ জনের মধ্যে বাঙ্গালী কমিউনিটি নিয়ে কাজ করায় তিনি প্রথম স্থানে রয়েছেন।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, দৈনিক সংগ্রাম’র জেলা প্রতিনিধি আজাদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাভিশন ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, একাত্তর টিভির প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী শাহ মাসুকুর রহমান,সাংবাদিক মোক্তাদির হোসেন সহ অন্যন্যরা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুইডেন প্রবাসী আব্দুল খালিক, দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ও দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম।