যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের বাবা মেয়ে ছেলে নিহত
- আপডেট সময় ০১:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৮৯ বার পড়া হয়েছে
প্রবাস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট মহানগরের পৌর বিপণিবিতান মার্কেটের ‘কাঁচঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং তার মেয়ে মমো জাহাঙ্গীর।
এ ছাড়া জাহাঙ্গীর আলীর ছেলে তামিম জাহাঙ্গীর দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি।
এদিকে দুর্ঘটনার কারণ ওয়ারেন সিটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘কাঁচঘরের’ ম্যানেজার অর্জুন ঢালি। তিনি জানান, প্রায় তিন বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন তারা এবং মিশিগানে থাকতেন। একটি কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে গাড়িতে করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।