রবিরবাজার – কর্মধা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় ০৬:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার হতে কর্মধা সড়কের বেহাল দশা। বিগত কয়েক বছর থেকে সংস্কারের কোন কাজ না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কোন প্রতিকার পান নি।
বর্তমানে রবিরবাজার চৌমুহনা হতে পোস্ট অফিস সড়ক সম্পূর্ণ খানা খন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এমনকি হাঁটার সুযোগও থাকে না।
রাস্তাটির সংস্কারের দাবিতে গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী মিলে বিশাল মানুষের সমাগম হয়। মানববন্ধনের সংহতি প্রকাশ করে স্থানীয় জনপ্রতিনিধিরাও।
মানববন্ধনের বক্তারা দাবি করেন, বিগত ২০২০ সালের পর থেকে রাস্তায় কোন সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে রাস্তার সম্পূর্ণ পিস ঢালাই উঠে গেছে এবং খানাখন্দে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, স্কুল, কলেজ বা মাদ্রাসায় যাতায়াতের সময় জলাবদ্ধ পানির মধ্য দিয়ে গাড়ি যাতায়াত করায় তাদের পড়নের কাপড়-চোপড় নষ্ট হয়ে যায় ফলে তারা পরিষ্কার কাপড় নিয়ে ক্লাস করতে পারেন না।
এছাড়াও এই রাস্তা দিয়ে প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত, বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। যার ফলে চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। তাদের দাবি রাস্তাটি যেন অতি শীঘ্রই সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয়।
মানববন্ধনের সংহতি প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান নবাব আলী বাখর খান, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, শিক্ষক বাবু সমরেশ দাস রায়, জাসদ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আশিকুর রহমান ফটিক, জাসদ নেতা আবদুল গফফার কায়সুল। এছাড়াও রবিরবাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
