ব্রেকিং নিউজ
রাজনগর গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ৪৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, ৮ নং মনসুর নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন, গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ, উপজেলা বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার ইনোভেশন কার্যক্রম দর্শন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের লাইব্রেরীকে বই সংগ্রহের মাধ্যমে সমৃদ্ধ করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দ দ্বারা ক্রয়কৃত বই সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি তহসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ ছাড়াও উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), রাজনগর, উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি),স্থানীয় জন প্রতিনিধিগণ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :