ব্রেকিং নিউজ
রাত পোহালেই বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ২০০ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ রাত পোহালেই বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন প্রার্থী । যার মধ্যে সভাপতি পদে বাবুল আক্তার( টোকন), বাবুল জোয়াদ্দার আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন,কামরুজ্জামান ও – হাসানুজ্জামান ।
এরমধ্যে গণসংযোগ ও ভোটারদের সমর্থনে সভাপতি পদে বাবুল আক্তার এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গেল ২০১০ সালে বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন হয়। ওই নির্বাচনে ওয়াছিউল আলম এবং বাবুল জোয়ার্দার প্যানেল বিজয়ী হয়।
এতদিন তারাই নির্বাচিত নেতা ছিলেন। এরপর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি কোটচাঁদপুরে । দীর্ঘ ১৪ বছর পর এ বছর আবারও শিক্ষক সমিতির নির্বাচন হতে যাচ্ছে শনিবার (১৮ মে)। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
যার মধ্যে সভাপতি পদে বড়বামনদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল জোয়ার্দার,কোটচাঁদপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল আক্তার। সাধারন সম্পাদক পদে মানিকদিহি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান ও নওদাগা কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান।
গেল ১৮ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়ারুল ইসলাম। সে অনুযায়ী গেল ২৬ ও ২৭ তারিখ ছিল মনোনয়ন ফরম সংগ্রহ। ১ মে তারিখে মনোনয়ন জমা দান। মনোনয়ন ফরম যাচাই বাছাই হয় ৩ মে। আর প্রত্যাহার ছিল ৪ তারিখে।
তফসিল অনুযায়ী ১৮ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে ভোট কেন্দ্র করা হয়েছে কোটচাঁদপুরের বাজবামনদহ প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও জনসংযোগ ও ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছে বাবুল আক্তার এমনটাই জানিয়েছেন সাধারণ ভোটাররা।
জালালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন,নির্বাচন একটা গনতান্ত্রিক অধিকার। এটা গোপন ব্যাপার। এ কারনে কার পাল্লা ভারি কারটা পাতলা এটা বলা মুসকিল।
তালসার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল বলেন,সব শিক্ষকরাই কোন কোন পক্ষের। আমিও একটি পক্ষের সাধারণ ভোটার।
তিনি বলেন, আমি বাবুল জোয়ার্দার – হাসান প্যানেলের সমর্থনে। নির্বাচনে আমাদের প্যানেল জয়ী হবে বলে আশা করছি।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে সাধারন ভোটারদের অনেকে বলছেন,গণসংযোগ আর ভোটারদের সমর্থনে সভাপতি পদে এগিয়ে রয়েছেন বাবুল আক্তার( টোকন)।
নির্বাচনে জয়ের ব্যাপারে সহকারী শিক্ষক বাবুল আক্তার টোকন বলেন,লিখিত কোন প্যানেল না। এটা মৌন প্যানেল। যদি কেউ প্যানেলের কথা বলেন,তারা বলতে পারেন। তবে আমরা একার মত করে নির্বাচন করছি।
তিনি বলেন, তফসিল ঘোষনার পর আমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। ভোট ও দোয়া চেয়েছি। ভোটাররা ভোট দেবার আশ্বাসও দিয়েছেন আমাকে। সেই আশ্বাস থেকে নিবাচনে জয়ে ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।
বড় বামনদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল জোয়াদ্দার বলেন,১৪ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আমরা প্যানেল দিয়েছি। বাবুল জোয়াদ্দার -হাসান প্যানেল আমাদের। আমরা এক সঙ্গে ভোট চাচ্ছি,জনসংখ্যা করছি। এটা তো প্যানেলই বলে।
তিনি বলেন, যদি কেউ প্যানেল স্বীকার না করে,সেটা তাদের ব্যাপার। নির্বাচনে জয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে যারা প্রার্থী হন,তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী হয়। আমিও নির্বাচনী জয়ী হব,যদি আমার শিক্ষক ভাইয়েরা আমার পক্ষে ভোট দেন।
এদিকে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ চলছে এ উপজেলায়। প্রস্তুত ভোট কেন্দ্র। এখন ভোট হওয়ার অপেক্ষা। আর এ নির্বাচনে কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা দেখতে অপেক্ষা করতে হবে শনিবার রাত পর্যন্ত।
ট্যাগস :