ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ভারতের বড় রাজনৈতিক দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী পুনম কৌর। এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক শুরু। তেলঙ্গানায় ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন পুনম। সেই সময় রাহুলের হাত ধরে তার হাঁটার ছবি প্রকাশ্যে আসে।

ছবিটি প্রকাশের পর কটাক্ষের শিকার হতে হচ্ছে পুনমকে। আক্রমণে নেমেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। করা হয়েছে ‘অশালীন’ মন্তব্য।

সে সবের জবাবও দিয়েছেন পুনম। তার কথায়, ‘ছবি নিয়ে সস্তার রাজনীতি করা হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী বারবার নারীশক্তির কথা বলেন, তার পরও যে ধরনের মন্তব্য করা হয়েছে আমার এই ছবি নিয়ে, তা অত্যন্ত নিন্দনীয়।”

কেন হাত ধরেছিলেন রাহুলের, তার ব্যাখ্যাও দিয়েছেন পুনম। অভিনেত্রীর দাবি, ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে যাচ্ছিলেন। তখনই তার হাত ধরে সামাল দিয়েছিলেন কংগ্রেস সাংসদ।

রাহুলের সঙ্গে পুনমের হাত ধরা ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করেন, ‘প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।’ এই টুইট ঘিরেই শুরু হয়ে যায় বিজেপি-কংগ্রেসের টুইটযুদ্ধ।

এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রীতিকে ‘অসুস্থ মানসিকতা’র বলে কটাক্ষ করেন। প্রীতির উদ্দেশ্যে টুইট করে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে লেখেন, ‘এই দেশকে একত্রিত করার জন্যই রাহুল তার প্রপিতামহকেই অনুসরণ করছেন। আপনার মানসিক অবস্থা ঠিক নেই। দেশ, পরিবার এবং বন্ধুদের পক্ষে আপনার এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর।’

হায়দ্রাবাদে জন্ম পুনমের। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। বহু তেলুগু ছবিতে অভিনয় করেছেন পুনম। তামিল এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী

আপডেট সময় ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিশেষ প্রতিনিধি: ভারতের বড় রাজনৈতিক দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন অভিনেত্রী পুনম কৌর। এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক শুরু। তেলঙ্গানায় ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন পুনম। সেই সময় রাহুলের হাত ধরে তার হাঁটার ছবি প্রকাশ্যে আসে।

ছবিটি প্রকাশের পর কটাক্ষের শিকার হতে হচ্ছে পুনমকে। আক্রমণে নেমেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। করা হয়েছে ‘অশালীন’ মন্তব্য।

সে সবের জবাবও দিয়েছেন পুনম। তার কথায়, ‘ছবি নিয়ে সস্তার রাজনীতি করা হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী বারবার নারীশক্তির কথা বলেন, তার পরও যে ধরনের মন্তব্য করা হয়েছে আমার এই ছবি নিয়ে, তা অত্যন্ত নিন্দনীয়।”

কেন হাত ধরেছিলেন রাহুলের, তার ব্যাখ্যাও দিয়েছেন পুনম। অভিনেত্রীর দাবি, ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে যাচ্ছিলেন। তখনই তার হাত ধরে সামাল দিয়েছিলেন কংগ্রেস সাংসদ।

রাহুলের সঙ্গে পুনমের হাত ধরা ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করেন, ‘প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।’ এই টুইট ঘিরেই শুরু হয়ে যায় বিজেপি-কংগ্রেসের টুইটযুদ্ধ।

এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রীতিকে ‘অসুস্থ মানসিকতা’র বলে কটাক্ষ করেন। প্রীতির উদ্দেশ্যে টুইট করে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে লেখেন, ‘এই দেশকে একত্রিত করার জন্যই রাহুল তার প্রপিতামহকেই অনুসরণ করছেন। আপনার মানসিক অবস্থা ঠিক নেই। দেশ, পরিবার এবং বন্ধুদের পক্ষে আপনার এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর।’

হায়দ্রাবাদে জন্ম পুনমের। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। বহু তেলুগু ছবিতে অভিনয় করেছেন পুনম। তামিল এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা।