লাখাইয়ে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় ০৩:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ২২৫ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদঃ লাখাই উপজেলার মুজিরা লোঙা নামক বন্দে এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লাখাই থানার পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায় শনিবার (১১ মে) সকালে মুজিরা লোঙস নামক বন্দে এলাকার লোকজন জিরুন্ডা গ্রামের উত্তরে ও চিকনপুর গ্রামের পূর্বে মুজিরা লোঙা নামক হাওরে একটি ধান ক্ষেতে মাটির গর্তে অর্ধেক শরীর অবস্থায় দেখতে পেয়ে লাখাই থানা পুলিশ কে খবর দিলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক ও শৈলেশ চন্দ্র সহ একদল পুলিশ ফোর্স সহ ঘটনা পৌছে অর্ধগলিত মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে স্থানীয় লোকজন সুত্রে জানা যায় ঘটনাস্থলে যে মরদেহ পাওয়া গেছে সেই ঘটনাস্থলে মাটির নীচে অর্ধ শরীর মরদেহের একটি হাতে বেসলাইট রয়েছে।
পরে থাকা মরদেহ দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন মরদেহ দেখার জন্য। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করে সুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সংবাদ পেয়ে আমি ও আমার থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাশ ও মৃদুল কুমার ভৌমিক সহ সঙ্গীয় পুলিশ সহ ঘটনাস্থলে পৌছে মরদেহ করে থানায় নিয়ে। এ ঘটনা উদঘাটনে আমরা তৎপর আছি এবং মরদেহ সনাক্ত করার জন্য যা যা প্রয়োজন তা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।