লাখাইয়ে এক ইয়াবা কারবারীসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় ০৪:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৭০ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে এক ইয়াবা কারবারী সহ ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার দিকনির্দেশনায় আমার থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস, মৃদুল কুমার ভৌমিক ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার (২ রা মে) ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বামৈ ইউনিয়নের বামৈ পূর্ব গ্রামের আছকির মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ (৩৪)এর দেহ তল্লাশি চালিয়ে ৪৮ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার (২রা মে) দিবাগত রাতে নৈশ্যকালীন প্রহরা অবস্থায় মোড়াকড়ি সড়ক বাজার এলাকা থেকে সন্দেহ ভাজন হিসেবে ধর্তব্য অপরাধ এর সাথে জড়িত সন্দেহে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার রসুলপুর গ্রামের রিয়াজ উদ্দীন এর ছেলে সালাউ উদ্দিন (৩৪) কে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান ইয়াবা কারবারী হুমায়ুন আহমেদ এর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কে শুক্রবার (৩ রা মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।