লাখাইয়ে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার উদ্ধোধন
- আপডেট সময় ০৪:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধিঃ। লাখাইয়ে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধননীর মধ্য দিয়ে চলছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন জানান লাখাই উপজেলার ১৪৫ টি কেন্দ্রের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়ীত্ব প্রাপ্তরা জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছে।
তিনি জানান জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ৬ থেকে ১১ মাস বয়সের ৩১ শত ০২ জনকে শিশু নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের মাস বয়সের শিশু ২১ হাজার ৬ শত ৫৭ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল মঙ্গলবার এর ভিতরেই ১৪৫ টি কেন্দ্রের মাধ্যমে ২৪ হাজার ৭ শত ৫৯ জন শিশু কে ভিটামিন এ খাওয়ানো হবে বলে জানান ডা.কাজী শামসুল আরেফীন।