লাখাইয়ে ডিএনসির পৃথক অভিযানে জেল জরিমানা
- আপডেট সময় ১২:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১২৯ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক ইয়াবা কারবারী ছালেক মিয়া কে ১৫০ পিস ইয়াবা সহ আটক করার খবর পাওয়া গেছে এবং অপর এক অভিযোগ গাঁজা সেবনকারী রাজা মিয়া নামে একজন কে আটক করে। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রামের জুনু মিয়ার ছেলে ছালেক মিয়া কে ১৫০ পিস ইয়াবা সহ আটক করে লাখাই থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিনে অপর এক অভিযানে স্থানীয় বুল্লা বাজারে শাহ বায়েজিদ মাজার এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত সিকান্দার মিয়ার ছেলে রাজা মিয়াকে ১ শত গ্রাম গাঁজা সহ আটক করে এবং লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে আসামী রাজা মিয়ার ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার ইন্সপেক্টর হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও একদল পুলিশ।