লাখাইয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত -১
- আপডেট সময় ১০:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৫০ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ লাখাইঃলাখাইয়ে গত ৩১ মার্চ ধানের খলা কে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষ ঘটনায় আহত রোখম উদ্দীন (৫৫) ঢাকা ধানমন্ডি ২৭ প্লাস হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। খোজ নিয়ে জানা হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। যথারীতি আহত রোখন উদ্দীন কে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর আহত রোখন উদ্দীনের শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’র ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার সময় আহত রোখম উদ্দীন এর মৃত্যু হয়। মৃত্যুর পর নিহত রোখন উদ্দীনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল শেষে ময়না তদন্তের কাজ শেষে নিহত রোখন উদ্দীনের মরদেহ বাড়ীতে নিয়ে আসে। উল্লেখ্য । রোববার (৩১ মার্চ) বিকেল ৫টার সময় স্বজনগ্রাম এলাকার রাজ্জাক মিয়া ও রুকন উদ্দিন এর মাঝে ধানের খলা কে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মাঝে তর্ক বির্তক হয় পরে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১২ জন। আহতরা হলো মৃত আম্বর আলীর ছেলে ছাদির মিয়া(৬০)ছাদির মিয়ার স্ত্রী জফুরা বেগম (৬০) আন্নর আলীর ছেলে সাজু মিয়া (৫০) বিল্লাল মিয়ার ছেলে জিন্নত আলী (২০) ঘিদন মিয়ার ছেলে হাদিছ মিয়া(১৮) সুফি মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে রুখন উদ্দিন (৫৫) আহত হয়েছিল।উক্ত মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এবং আহত রোখন উদ্দীন কে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছিল।