ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

লাখাইয়ে বিভিন্ন হাটবাজারে ফুটপাত ও রাস্তা ব্যবসায়ীদের দখলে, জন ভোগান্তি চরমে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ১৯৯ বার পড়া হয়েছে

এম এ ওয়াহেদঃ লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুটপাত ও সরকারী রাস্থা ব্যবসায়ীদের দখলে ফলে জন ভোগান্তি চরমে। সরেজমিনে ঘুরে দেখা গেছে বুল্লা বাজার কালাউক বাজার, বামৈ বড় বাজার ও মোড়াকরি বাজারের ব্যবসায়ীরা যার যার দোকানের সামনে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের ফুটপাত নানা ধরনের খাদ্য দ্রব্য সাজিয়ে রাখার ফলে রাস্তায় চলাচলকারী জনগন মূল রাস্তায় চলাচল করতে দেখা গেছে, এতে করে জনগনের ভোগান্তি চরমে ওঠেছে।

এ ছাড়া বামৈ বড় বাজারের চৌরাস্তায় অবৈধ ব্যবসায়ীরা রাস্তায় মৌসুমি শাকসবজি ও ফলের দোকান দিয়ে ব্যবসা করার কারেন হরহামেশা যানঝট সৃস্টি হচ্ছে। অপর দিকে বামৈ বড় বাজার চৌরাস্তা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্থার বাম ও ডান পাশে দোকানের মালিকগন অবৈধ ভাবে নিজ সীমানা থেকে সরকারী রাস্থা দখল করে নির্বিঘ্নে দখল করে ব্যবসা করে যাচ্ছে।

এ ব্যপারে জনৈক আসর আলী মার্কেটের সামনে দোকান থেকে প্রায় ৬ ফুট পূর্ব ভিতরে পাকা করার বিষয়ে ঔ মার্কেটের ব্যবসায়ী সোহেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, পাকা করনের কাজ আমি করি নাই, করেছে মার্কের মালিক আসর আলী। আসর আলীর মোবাইল নম্বর আছে কি না জানতে চাইলে সে এ প্রতিনিধিকে জানান আমার কাছে মার্কেটের মালিকের মোবাইল নম্বর নেই।

 

এ ব্যপারে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,কেউ যদি সরকারী রাস্থা দখল করে থাকে তা হলে সরকারী সম্পদ দখল মুক্ত করা জরুরী। তিনি আরো জানান যে কোন ব্যবসাী যদি রাস্থার ফুটপাত ব্যবহার করে জন দুর্ভোগ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমি অবগত হয়ে আমার বামৈ তহশিলদার কে পাঠিয়ে আপদ সৃষ্টিকারীদের কে সতর্ক করার জন্য সময় বেধে দেয়া হয়েছে যে অতিদ্রুত দখল মুক্ত করে পেলে। যদি আপনার এই সতর্ক ব্যবসায়ীরা বাস্তবায়ন না করে তা হলে কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি জানান, মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ দখলকারদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাখাইয়ে বিভিন্ন হাটবাজারে ফুটপাত ও রাস্তা ব্যবসায়ীদের দখলে, জন ভোগান্তি চরমে

আপডেট সময় ১২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

এম এ ওয়াহেদঃ লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুটপাত ও সরকারী রাস্থা ব্যবসায়ীদের দখলে ফলে জন ভোগান্তি চরমে। সরেজমিনে ঘুরে দেখা গেছে বুল্লা বাজার কালাউক বাজার, বামৈ বড় বাজার ও মোড়াকরি বাজারের ব্যবসায়ীরা যার যার দোকানের সামনে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের ফুটপাত নানা ধরনের খাদ্য দ্রব্য সাজিয়ে রাখার ফলে রাস্তায় চলাচলকারী জনগন মূল রাস্তায় চলাচল করতে দেখা গেছে, এতে করে জনগনের ভোগান্তি চরমে ওঠেছে।

এ ছাড়া বামৈ বড় বাজারের চৌরাস্তায় অবৈধ ব্যবসায়ীরা রাস্তায় মৌসুমি শাকসবজি ও ফলের দোকান দিয়ে ব্যবসা করার কারেন হরহামেশা যানঝট সৃস্টি হচ্ছে। অপর দিকে বামৈ বড় বাজার চৌরাস্তা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্থার বাম ও ডান পাশে দোকানের মালিকগন অবৈধ ভাবে নিজ সীমানা থেকে সরকারী রাস্থা দখল করে নির্বিঘ্নে দখল করে ব্যবসা করে যাচ্ছে।

এ ব্যপারে জনৈক আসর আলী মার্কেটের সামনে দোকান থেকে প্রায় ৬ ফুট পূর্ব ভিতরে পাকা করার বিষয়ে ঔ মার্কেটের ব্যবসায়ী সোহেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, পাকা করনের কাজ আমি করি নাই, করেছে মার্কের মালিক আসর আলী। আসর আলীর মোবাইল নম্বর আছে কি না জানতে চাইলে সে এ প্রতিনিধিকে জানান আমার কাছে মার্কেটের মালিকের মোবাইল নম্বর নেই।

 

এ ব্যপারে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,কেউ যদি সরকারী রাস্থা দখল করে থাকে তা হলে সরকারী সম্পদ দখল মুক্ত করা জরুরী। তিনি আরো জানান যে কোন ব্যবসাী যদি রাস্থার ফুটপাত ব্যবহার করে জন দুর্ভোগ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমি অবগত হয়ে আমার বামৈ তহশিলদার কে পাঠিয়ে আপদ সৃষ্টিকারীদের কে সতর্ক করার জন্য সময় বেধে দেয়া হয়েছে যে অতিদ্রুত দখল মুক্ত করে পেলে। যদি আপনার এই সতর্ক ব্যবসায়ীরা বাস্তবায়ন না করে তা হলে কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি জানান, মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ দখলকারদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।