লাখাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা ৪টি মামলা ৪জনকে জরিমানা

- আপডেট সময় ০১:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৩০২ বার পড়া হয়েছে

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাই উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন মোটরসাইকেল আরোহী কে ও এক প্রতিষ্টান কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বামৈ বড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান। সুত্রে জানা যায় লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল আরোহীরা সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ও একটি দোকান প্রতিষ্টানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৪ জনের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪ জন কে ১৭ শত জরিমানা করা হয়েছে। এ পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও একদল পুলিশ।
