লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
																
								
							
                                - আপডেট সময় ০৩:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
 - / ৪৩৩ বার পড়া হয়েছে
 

এম এ ওয়াহেদঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ’র সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে মনোনয়ন পত্র দাখিল করা ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত।
রবিবার (৫মে) সকালে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব’র কার্যালয়ে সকল চেয়ারম্যান প্রার্থীদের উপস্থিতিতে ১৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করা মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২৪ এর রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।
রবিবার (৫ মে) হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব এর কার্যালয়ে দাখিল করা সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয় এবং পর্যালোচনা শেষে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত হয়।এ সময় প্রার্থীগন উপস্থিত ছিলেন বলে জানা যায় ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন মোঃ মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন হাজী নোমান মোল্লা, আব্দুল মতিন, রাসেল আহমেদ, কাউছার আহমেদ, আরিফ মিয়া , রাজিব কান্তি রায় ও মানিক মোহন দাস।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন আলেয়া বেগম, মোছাঃ নাঈমা আক্তার সুমী, প্রিয়া বেগম ও তানিয়া আক্তার। আগামী ১২ই মে প্রার্থীতা প্রত্যাহার ১৩ ই মে প্রতিক বরাদ্দ ও ২৯ ই মে সকলা ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে।
                            
																			

















