মাদকমুক্ত ঘোষনা দিলেন ইউপি সদস্য কে এম জিয়া
- আপডেট সময় ০৮:০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ২৯২ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের চানপাড়া মহল্লা মাদক,জুয়া, চুরি,ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপমুক্ত ঘোষণা দিলেন ইউপি সদস্য কে এম জিয়া।
সুত্রে জানা ২০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে সাবেক মেম্বার আঃ রহিম এর বাড়ীতে ইউপি সদস্য কে এম জিয়ার সভাপতিত্বে এক বৈঠকে মাদক, চুরি, ডাকাতি ও অসামাজিক কার্যকলাপ বন্ধে মহল্লাবাসীকে নিয়ে এক বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তঃ গৃহীত হয় যে,রাত ১০টার পর মহল্লায় কাউকে পাওয়া গেলে এবং সন্দেহ সৃষ্টি হলে তাদেরকে ধরে পুলিশে দেয়া হবে। এবং আরো সিদ্ধান্ত হয় এ মহল্লায় যে কোন ব্যক্তি মাদক, জুয়া, গাঁজা সহ অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন ইউপি সদস্য কে এম জিয়া।
এ উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আঃ রহিম, সংরক্ষিত নারী সদস্য বাহার বেগম, আশরাফুল ইসলাম জসিম,মোঃ শমসু মিয়া, আলআমীন ইসলাম অনিক, সহ মহল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ব্যপারে এলাকার কয়েকজন সুশিল সমাজের ব্যক্তির সাথে আলাপকালে তারা জানান এ ধরনের উদ্যোগ যদি প্রত্যেক জনপ্রতিনিধি গ্রহন করে তা হলে সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ দূরকরা সম্ভব।
এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি ইউপি সদস্য কে এম জিয়া সহ মহল্লাবাসীকে সাধুবাদ জানিয়ে বলেন আমরা সব সময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতে ও থাকব এবং তাদের কে সর্বাত্মক সহযোগিতা করে যাব।