শতাধিক চা শ্রমিক জনগোষ্ঠি পরিবারের মাঝে লেপ বিতরণ
- আপডেট সময় ০৯:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় দরিদ্র চা শ্রমিক জনগোষ্ঠি মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় প্রত্যান্ত পাহাড়ী জনপদ রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে নব নির্মিত স্কুল মাঠে শতাধিক পরিবারের মধ্যে এ লেপ বিতরণ করা হয়।
জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এ লেপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের নাজির, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উপজেলা ভুমি অফিস স্টাফ বিক্রম বৈদ, যুগ্ন অর্থ সূচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী,কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক সাফওয়ান বক্স আসিফ,ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান,জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী ও হাম্মাদ সাদী প্রমুখ।