ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আ.লীগ নিষিদ্ধের একদফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সাবেক মেয়র আইভী গ্রেপ্তার ভারতের ১৫ টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান শ্রীমঙ্গল কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার মৌলভীবাজার সীমান্তে পুশ ইন বাড়তি নজরদারি আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে মৌলভীবাজারসহ সিলেটের চার পুলিশ সুপার মজলিসে সাক্বাফাতুল ইসলামী কাতারের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে বছরের প্রথম চা নিলাম অনুষ্টিত

সমশেরনগর রাতে  স্বামীকে রুমে রেখে পরকীয়ার প্রেমিকসহ আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • / ১৫৭৪ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃঃ মৌলভীবাজার কমলগঞ্জ শমশেরনগর  ইউনিয়নে দৌলতপুর গ্রামে  গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ  স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও  পুলিশ  সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বাড়াটিয়া বাসায় পতনউষার ইউনিয়নে ধুপাটিলা গ্রামের রজা মিয়ার ছেলে  লিমন মিয়া( ৩৫)  কামাল মিয়ার  স্ত্রী শাবানা আক্তার (৩২) পরকিয়া প্রেমিক  সাথে পাশের রুমের স্বামী কে জিম্মি করে অসামাজিক কার্যকলাপে  হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

দুই সন্তান মা শাবানা আক্তার  কামাল  মিয়া সাথে সংসার চলাকালিন সময় প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে জানতে পারে কিন্তু তিনি স্ত্রী ও প্রেমিকের কাছি জিম্মি ছিলেন বৃহস্বাতিবার দিবাগত গভীর রাতে আমার ভাড়াবাসা  আমাকে অত্যচার করে রাখে পরে আমি   তাদের অগোচরে এলাকার লোকজন কে বলেছি । বিষয়টি রাতে আশপাশের লোকদের জানালে সবাই মিলে ঘেরাও দিয়ে  রুম থেকে স্ত্রী ও প্রেমিকে  আটক করি। এরপর রাতে ইউপি সদস্য আবুবক্কর সহযোগিতা  সকালে পুলিশকে খবর দেই।
আটককৃত প্রেমিকা  জানান,বাবার বাড়ি ধুপাটিলা গ্রামে যার   মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর  যোগাযোগ করে গোপনে  ঘরে আসা-যাওয়া করতো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এ এস আই বাবুল হোসেন    জানান, রাতে এলাকাবাসী দুইজনকে  ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে পুলিশ বাদি হয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমশেরনগর রাতে  স্বামীকে রুমে রেখে পরকীয়ার প্রেমিকসহ আটক

আপডেট সময় ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২

কমলগঞ্জ প্রতিনিধিঃঃ মৌলভীবাজার কমলগঞ্জ শমশেরনগর  ইউনিয়নে দৌলতপুর গ্রামে  গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ  স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও  পুলিশ  সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বাড়াটিয়া বাসায় পতনউষার ইউনিয়নে ধুপাটিলা গ্রামের রজা মিয়ার ছেলে  লিমন মিয়া( ৩৫)  কামাল মিয়ার  স্ত্রী শাবানা আক্তার (৩২) পরকিয়া প্রেমিক  সাথে পাশের রুমের স্বামী কে জিম্মি করে অসামাজিক কার্যকলাপে  হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

দুই সন্তান মা শাবানা আক্তার  কামাল  মিয়া সাথে সংসার চলাকালিন সময় প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে জানতে পারে কিন্তু তিনি স্ত্রী ও প্রেমিকের কাছি জিম্মি ছিলেন বৃহস্বাতিবার দিবাগত গভীর রাতে আমার ভাড়াবাসা  আমাকে অত্যচার করে রাখে পরে আমি   তাদের অগোচরে এলাকার লোকজন কে বলেছি । বিষয়টি রাতে আশপাশের লোকদের জানালে সবাই মিলে ঘেরাও দিয়ে  রুম থেকে স্ত্রী ও প্রেমিকে  আটক করি। এরপর রাতে ইউপি সদস্য আবুবক্কর সহযোগিতা  সকালে পুলিশকে খবর দেই।
আটককৃত প্রেমিকা  জানান,বাবার বাড়ি ধুপাটিলা গ্রামে যার   মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর  যোগাযোগ করে গোপনে  ঘরে আসা-যাওয়া করতো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এ এস আই বাবুল হোসেন    জানান, রাতে এলাকাবাসী দুইজনকে  ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে পুলিশ বাদি হয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।