শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় চৌমুহনা থেকে শুরু হয়ে মিছিলটি সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে কুসুমবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ এবং জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি জিল্লুর রহমান, জেলা সেক্রেটারি মহসিন আহমদসহ শহর ও জেলা শাখা অন্যান্য নেতৃবৃন্দ।
শহর সভাপতি তারেক আজিজ বলেন, “শহীদ হাদির রেখে যাওয়া জুলাই স্পিরিটকে ধারণ করে যদি ছাত্রসমাজ পুরো সিলেটকে অচল করে দেয়, তাহলে পরবর্তীতে ছাত্রদেরকে দায়ী করা যাবে না।” তিনি আরও বলেন, ছাত্রদের মত প্রকাশের অধিকার এবং ছাত্র সংসদের বৈধ দাবিকে দমন করার যে অপচেষ্টা চলছে, তা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে শাকসু নির্বাচনের বৈধ দাবি মেনে নিয়ে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ছাত্রসমাজের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


















