ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃংখলা সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • / ৩২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥ শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট শাহিনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ৪৬ বিজিবি’র অধিনায়ক মো: মিজানুর রহমান শিকদার, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আনসার কমাড্যান্ট মো: সেফাউল হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাশ ও সেক্রেটারী মহিদ দে।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অনেকে।

উপজেলা চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জের বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গলের ভানু লাল রায়, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

সভায় আগামী দূর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা ও ব্যবস্থা গৃহিত হয়। গত বছর দূর্গা পূজায় জেলার বিভিন্ন স্থানে অনাকাঙ্কিত ঘটনা ঘটার দায়ে এবছর বাড়তি ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিটি মান্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মান্ডপে মুসলিম ও হিন্দু সম্প্রদায় মিলিয়ে একটি করে সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে।

এবছর জেলায় এক হাজার ১১টি মান্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা পূজা কমিটি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তিনি বলেন, মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় জলো প্রশাসন সতর্ক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃংখলা সভা

আপডেট সময় ০৩:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার॥ শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট শাহিনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ৪৬ বিজিবি’র অধিনায়ক মো: মিজানুর রহমান শিকদার, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আনসার কমাড্যান্ট মো: সেফাউল হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাশ ও সেক্রেটারী মহিদ দে।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অনেকে।

উপজেলা চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জের বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গলের ভানু লাল রায়, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

সভায় আগামী দূর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা ও ব্যবস্থা গৃহিত হয়। গত বছর দূর্গা পূজায় জেলার বিভিন্ন স্থানে অনাকাঙ্কিত ঘটনা ঘটার দায়ে এবছর বাড়তি ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিটি মান্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মান্ডপে মুসলিম ও হিন্দু সম্প্রদায় মিলিয়ে একটি করে সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে।

এবছর জেলায় এক হাজার ১১টি মান্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা পূজা কমিটি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তিনি বলেন, মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় জলো প্রশাসন সতর্ক রয়েছে।