শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ২০২৪ সম্পন্ন
- আপডেট সময় ০৪:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের সুনামধন্য শিক্ষাপীঠ শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
রবিবার ১২ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে ৭ম শ্রেণীর শিক্ষার্থী রাহাত আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম শিপনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ জিল্লুল হক, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুস সামাদ মিয়া বিদ্যালয়ের এস এস সি ২০২৪ পরিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন হতে যে সকল মানুষ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে অক্লান্ত শ্রম ঝরিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অতিথিদের বক্তব্য শেষে হামদ নাত,কেরাত, গজল ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কিরা হয় এবং মিলাদ ও দোয়ার মাহফিলে বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের জন্য প্রার্থনা করা হয় এবং বিদ্যালয় টি প্রতিষ্ঠিত করতে যে সকল মানুষজন অক্লান্ত পরিশ্রম এবং মেধা জড়িয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়
পরবর্তীতে বিদ্যালয়ে আগত শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে শিরনী বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়।