শুক্রবার ও শনিবার থাকবে না বিদ্যুৎ

- আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৫৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য কাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ও শনিবার (২৮ সেপ্টেম্বর) ৩টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি জানান বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ।
তিনি জানান, প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।
