শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজনগরের পূজামণ্ডপে জেলা বিএনপির নেতৃবৃন্দ
- আপডেট সময় ১২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১২১ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ রাজনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
তাহারা পাঁচগাঁও বৃহৎ পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জনাব ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সালাউদ্দিনসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।




















