শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের গোল্ড মেডেল পেলেন বিএনপি নেত্রী শ্যামলী
- আপডেট সময় ০৯:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সুত্রধর পয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ড মেডেল।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কচি-কাচার মেলা সেগুনবাগিচা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ড মেডেল গ্রহণ করেন তিনি ।
শেরে বাংলা একে ফজলুল হক এর ১৫২তম জন্মবার্ষিকী আমার “শেখর বাংলা কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা শেষে গোল্ড মেডেল প্রদান করা হয়।
এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী বাংলাদেশ সুপ্রীম কোট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক আহসান উল্লাহ উপচার্য, ট্রেজারার ইবাইস বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকেরিয়া সাবেক সচিব চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটি, পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রনালয়।
সভাপতিত্ব করেন,শেরে বাংলা দৌহিত্র সৈয়দ মার্ত্তব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ।



















