ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোল করায় ৫০ হাজার টাকার অর্থদন্ড
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ২৭৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইয়াসিন মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ইয়াসিন মিয়াকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
ট্যাগস :


















