ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৭৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি; মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল।
রবিবার বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নের ক্লোনেল চা বাগানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ পুষ্পিতা খাস্তগীর ও ক্লাবের সাধারন সম্পাদক ইন্দিরা আচার্যসহ এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সোমা দাশ, ক্লাবের প্রাক্তন সভাপতি দিল আফরোজ, রহিমা বেগম, কাজী সানজিদা আক্তার, বৃষ্টি খান, রুকশানা খানম, সুকন্যা দে, ফারজানা আফরিন ও ক্লোনেল বাগানের ব্যবস্থাপক রনি ভৌমিক।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :