ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ২৩২ বার পড়া হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে শ্রীমঙ্গলে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কলেজ সড়ক, চৌমুহনা চত্বর, স্টেশন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এবং নেতৃত্ব দেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা বদরুজ্জামান রুহেল, আলামিন হোসেন, তুষার আহমেদ শাহিন, পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম নূর, মো. শাহাদাত হোসেন আকাশ, কলেজ ছাত্রদল নেতা মো. সামাদ খান, মো. মোবারক হোসেন, মো. আরমান হোসেন নিয়াজ, মো. রায়হান শিকদার, মো. জুবায়ের সহ ছাত্রদলের দুই শতাধিক নেতা কর্মী।

ট্যাগস :