শ্রীমঙ্গলে দরিদ্রদের মধ্যে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

- আপডেট সময় ০৩:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেছে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংক ভবনে শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানি পরিচাল, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যাবস্হাপক মো. জিয়াউর রহমান।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান জরিপ, তারেক খন্দকার, পৌর বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমেদ,
বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর খান, পীযূষ পাল, ফেরদৌস আরামসহ এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
