শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে শিশুদের নতুন পোষাকে রাঙালো উদীপ্ত তারুণ্য
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০২:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ২১২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শিশুদের মাঝে নতুন পেষাক বিতরণ করেছে সামাজিক সংগঠন উদীপ্ত তারণ্য।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গান্ধীছড়া চা বাগানে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য আয়োজনে ও মৃত্তিকা শ্রীমঙ্গল এর সহযোগিতায় শতাধিক দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুজোর নতুন পেষাক বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের প্রাক্তন পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, ছড়াকার সজল দাশ, উদ্দীপ্ত তারুণ্যর প্রধান সমন্বয়ক হৃদয় শুভ, মৃত্তিকা শ্রীমঙ্গল এর সমন্বয়ক ইমরান আলিফ প্রমুখ।
উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র শিমুল তরফদার জানান, আমাদের সংগঠনের শুরুটাই হয়েছিলো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে। আমরা ২০১৭ সাল থেকে ঈদ ও শারদীয় দুর্গা পূজায় শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে আসছি। আমাদের সংগঠনের সদস্যের মাসিক চাঁদা ও আমাদের সুহৃদরা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। আমাদের সমাজের এখনো অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা নতুন কাপড় পায় না। আমরা সামান্য চেষ্টা করে তাদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করেছি। এই কাজে বিত্তবানরা এগিয়ে এলে আমাদের সমাজের সকল সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটবে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)