শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ২৯৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শাহজি বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শহরের হবিগঞ্জ রোডস্থ কাদির ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আব্দুল কাদির (৬৫)। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোসবাস এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আব্দুল কাদির আশিদ্রোন এলাকা থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল শহরে আসার পথে শাহাজিরবাজার এলাকায় শ্রীমঙ্গল থেকে আসা বালুবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি হলে আহত ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মত্যু হয়।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ রাকিব বিন ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় আহত লোকটি মারা গেছে। আমরা ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি। গাড়ীর চালক পলাতক রয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)