শ্রীমঙ্গলে র্যাবের অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার
- আপডেট সময় ০৮:৫৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি রানা ভট্রাচার্য্য (৩১)কে গ্রেপ্তার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
রোববার (২৫ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকার ৩ নং পুল এলাকায় অভিযান চালিয়ে তাবে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত রানা ভট্রাচার্য্য দক্ষিণ ভাড়াউড়া গ্রামের প্রাণ কৃষ্ণ ভট্রাচার্য্যরে ছেলে।
গ্রেপ্তারকৃত রানার কাছ থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা ভট্রাচার্য্য জানায়, ঈদ পূর্ববর্তী সময়ে ট্রেনের টিকিট কালোবাজারি একটি চক্র সক্রিয় রয়েছে। সে ওই চক্রের সাথে জড়িত রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।