ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতি বানর উদ্ধার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ২৩৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (১৬ জুন) উপজেলার ফিনলে কোম্পানির ফুলছড়া চা বাগানে একটি লজ্জাবতি বানর দেখতে পেয়ে লোকজন শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে খবর দেয়।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল বানরটিকে উদ্ধার করেন। পরে উদ্ধার করা লজ্জাবতি বানরটিকে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :