শ্রীমঙ্গলে শিক্ষক সম্মাননা ও এস এস সি ৯৫ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: এস এস সি ৯৫ মৌলভীবাজার পরিবারের আয়োজনে শ্রীমঙ্গল বিটিআরআই কাকিয়াছড়া স্কুল মাঠে সেরা বন্ধুত্বের বন্ধন ফেইসবুক গ্রুপের প্রায় সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান ছাড়াও আয়োজন করা হয় এস এস সি ৯৫ ব্যাচ এর মিলন মেলা ও শ্রীমঙ্গলে সদ্য প্রয়াত ৯৫ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত বেলায়েত মনজুর এর স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনাসভা।
সম্মাননা প্রদান করা হয় শ্রীমঙ্গল চা গবেষনা কেন্দ্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র গোস্বামী ও মৌলভীবাজার গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মো: ফজলুর রহমানকে।

সরজমিনে দেখাযায়, শ্রীমঙ্গল কাকিয়াছড়া মাঠকে সাজানো হয়েছে শৈশব স্মৃতি দিয়ে। মাঠের এক পাশে কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এক পাশে রাখা হয়েছে চলো স্কুলে যাই সেলফি জোন, একপাশে বাংলা সাহিত্যের অনবদ্ধ পুরুষ বিদ্যাসাগর এর সেলফি স্ট্যান্ড। অন্যপাশে চা পাতার কুড়ির সাথে ৯৫ এর সেলফি জোন, ছিল চা বাগানের ভিতরে গরম কাপে চায়ের ধোয়াসহ আরো প্রায় ১০টি সেলফি জোন। আর এ সব সেলফিজোন ঘিরে দিন ব্যাপীই ফটোসেশনের ভিড় ছিল।
৯৫ ব্যাচের বিকুল চক্রবর্তী ও কাজী আছমার সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন ব্যবসায়ী আব্দুর রহমান রানু। এ সময় আরো বক্তব্যদেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক মো: আবদাল হুসাইন, বন্ধুত্বের বন্ধন গ্রুপের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, গ্রুফের এডমিন জুয়েল শিকদার ও অল বাংলাদেশ এর আহবায়ক সৈয়দ আনোয়ার আলী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৫ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত বেলায়েত মনজুর অরফে মিজানের জীবনালোচনা।
সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচারক দ্বীপ দত্ত আকাশের পরিচালনায় অনুষ্ঠিত হয় পাহাড়ী নৃত্য, মনিপুরি নৃত্য ও বাঁশ নৃত্য। চা কন্যা সঞ্চিতা বারাইক এর পরিচালনায় অনুষ্ঠিত হয় চা জনগোষ্টীর ঐতিহ্যবাহী কাঠি নৃত্য ও ঝুমুর নৃত্য। একই অনুষ্ঠানে সংগীত শিল্পী সুমিত পালের পরিচালনায় সংগীত পরিবেশন করে অতিথি শিল্পী ও ৯৫ ব্যাচের সদস্যরা।
৯৫ ব্যাচের মো: কাউছার মিয়া জানান, তাদের অনুষ্ঠানের খাবার দাবারেও ছিল ভিন্নতা। শৈসবের সাথে মিল রেখে খাবারের মেন্যুতে ছিল ঘি চমচম, ছিল শাপলা ফলের বীজের নাড়ু, সুপার বিস্কুট, লেভেনচুষসহ সেই আমলের পাঁচ প্রকারের চকলেট, তিলের লটকা, চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, মটর ভাজা, বাদাম ভাজা, আচার ও লটকাসহ ১৫/২০ প্রকারের মূখ চিবুনী।
৯৫ ব্যাচের ঝিনুক বৈদ্যের সৌজন্যে মিলন মেলায় ছিল কাজী এন্ড কাজীর একটি ফ্রি চা স্টল। সারাদিন ওই স্টলে ভিড় লেড়েই ছিল।
ছিল শ্রীমঙ্গলের আরো একটি ঐতিহ্যবাহী খাবার, চা ভর্তা ও পাপর। ৯৫ ব্যাচের অর্জুন চন্দ জানান, মৌলভীবাজারের ঐতিহ্য ও শৈশব তুলে ধরতে আমরা চেষ্টা করেছি।
৯৫ ব্যাচের হাবিবুর রহমান সুহেল জানান, সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নানা অনুষ্টানমালায় সাজানু ছিল দিনটি। তিনি বলেন আমরা যেন একদিনের জন্য ফিরে গিয়েছিলাম শৈশবে।
ভিড় ছিল ৯৫ ব্যাচের অপর সদস্য অরুণোদয় ঘোষ অংশু এর প্রিমিয়াম ট্যুর এন্ড কনসালটেন্সি সেন্টারে। সেখান থেকে সহস্রাধিক সদস্যদের হাতে একটি করে উন্নতমানের কলম উপহার দেয়া হয়।
কুষ্টিয়া থেকে আসা ৯৫ ব্যাচের নিলুফা হক ছন্দা ও ঢাকার মুজাহিদ প্রিন্স জানান, অনেকদিন পর সবাই বলে আনন্দ করেছেন। তিনি এখানে এসে একটি কুপি বাতি উপর পেয়েছেন। এটা তার শৈশবকে মনে করিয়ে দিয়েছে।
৯৫ ব্যাচের মো: জাহাঙ্গীর, মো: শাহীন মো: ইসমাইল, মো: লিটন আহমদ, মো: সায়েম, স্বপন বৈদ্য, ও কে এইচ এম সাদি, মো: ইকবাল জানান, আমরা মৌলভীবাজার পরিবার ছিলাম আয়োজনে, চেষ্টা করেছি সারাদেশের বন্ধুদের আনন্দ দিতে।
বিকুল চক্রবর্তী জানান, মৌলভীবাজারের সকল বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছে। সুন্দর এবং সার্থক একটি অনুষ্ঠানের পেছনে থাকে অনেক শ্রম। আর এই শ্রমটুকু দিয়েছেন এস এসসি ৯৫ সেরা বন্ধুত্বের বন্ধন সমগ্র বাংলাদেশ ফেসবুক গ্রুপের সকল এডমিন, রেজিস্ট্রেশন প্যানেল ও মৌলভীবাজারের সকল বন্ধুরা।


















