ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিকলী নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান মৌলভীবাজার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন সম্পন্ন তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অর্থনীতি আর যুবসমাজ দেশে এগিয়ে যাওয়ার মূল চাবিকাটি- জি,কে গউছ কোটচাঁদপুর তারুণ্যের উৎসব পালন সুপারস্টার ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান শ্রীমঙ্গল শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান

শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিকলী নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: স্কুলের দ্বিতীয় শ্রেণীর দুই শিশুর মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চ্যানেল এস ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুস শুকুর এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১ টায় শহরের কলেজ রোডের দি বাডস রেসিডেন্সি মডেল স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস শুকুর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভানু হাজরার ছেলে রাহুল হাজরা (৩০), মেঘনাথ হাজরা (৪০), শ্রমিকলীগ নেতা প্রেম সাগর হাজরা (৪৫), কাজল হাজরা (২৭) এবং একই এলাকার জনৈক অজয় হাজরা (২৮)।

এতে বলা হয়, সাংবাদিক আব্দুস শুকুর তার পুত্র ইয়াছিন আরাফাত সিয়াম (৯) ও অভিযুক্ত প্রেম সাগর হাজরা’র ছেলে পিথিরাজ হাজরা (৯) ওই স্কুলের ২য় শ্রেনীর ছাত্র। স্কুলে খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সাগর হাজরার পুত্র সামান্য আঘাত পায়। স্কুলের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উভয় শিশুর অভিভাবককে স্কুলে ডেকে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে বেলা ১ টার দিকে স্কুল থেকে সাংবাদিক আব্দুস শুকুর পুত্র সিয়ামকে নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটে এলে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারপিট করে। পরে তারা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
আব্দুস শুকুর জানান, ‘অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাগর হাজরা উপজেলা শ্রমিকলীগের নেতা। বিগত আওয়ামী সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়াউড়া, জাগছড়া, কালিঘাট চা কারখানার চা পাতা চুড়ি ডাকাতি করাই তাদের পেশা ছিল। চা কারখানার জমি দখলে বাধা দেয়ায় গত ২ বছর পুর্বে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ভাড়াউড়া চা বাগানের এক ব্যবস্থাপককে নাচ ঘরের পিলারের সাথে বেঁধে নির্যাতন করে। আলোচিত সেই ঘটনায় তারা দীর্ঘদিন জেল খাটে। ভাড়াউড়া চা বাগানের স্টাফ, পাহারাদারসহ অনেক মানুষকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা শ্রীমঙ্গলের সকলের জানা আছে। তিনি আরো বলেন, দুই বাচ্চার মারামারির ঘটনায় তিনি অনুতপ্ত হন প্রিন্সিপালের রুমে’ তারপরেও আমার উপর নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে।

এঘটনায় নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

যোগাযোগ করা হলে প্রেম সাগর হাজরা বলেন, ‘সাংবাদিক শুকুরের উপর কারা হামলা করেছে তা তিনি জানেন না। তবে ঘটনায় তার শিশু পুত্রের মাথায় গুরুত্বর জখম হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই শিশুর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুস শুকুর তার উপর হামলার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিকলী নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা

আপডেট সময় ১২:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

শ্রীমঙ্গল প্রতিনিধি: স্কুলের দ্বিতীয় শ্রেণীর দুই শিশুর মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চ্যানেল এস ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুস শুকুর এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১ টায় শহরের কলেজ রোডের দি বাডস রেসিডেন্সি মডেল স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস শুকুর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভানু হাজরার ছেলে রাহুল হাজরা (৩০), মেঘনাথ হাজরা (৪০), শ্রমিকলীগ নেতা প্রেম সাগর হাজরা (৪৫), কাজল হাজরা (২৭) এবং একই এলাকার জনৈক অজয় হাজরা (২৮)।

এতে বলা হয়, সাংবাদিক আব্দুস শুকুর তার পুত্র ইয়াছিন আরাফাত সিয়াম (৯) ও অভিযুক্ত প্রেম সাগর হাজরা’র ছেলে পিথিরাজ হাজরা (৯) ওই স্কুলের ২য় শ্রেনীর ছাত্র। স্কুলে খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সাগর হাজরার পুত্র সামান্য আঘাত পায়। স্কুলের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উভয় শিশুর অভিভাবককে স্কুলে ডেকে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে বেলা ১ টার দিকে স্কুল থেকে সাংবাদিক আব্দুস শুকুর পুত্র সিয়ামকে নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটে এলে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারপিট করে। পরে তারা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
আব্দুস শুকুর জানান, ‘অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাগর হাজরা উপজেলা শ্রমিকলীগের নেতা। বিগত আওয়ামী সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়াউড়া, জাগছড়া, কালিঘাট চা কারখানার চা পাতা চুড়ি ডাকাতি করাই তাদের পেশা ছিল। চা কারখানার জমি দখলে বাধা দেয়ায় গত ২ বছর পুর্বে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ভাড়াউড়া চা বাগানের এক ব্যবস্থাপককে নাচ ঘরের পিলারের সাথে বেঁধে নির্যাতন করে। আলোচিত সেই ঘটনায় তারা দীর্ঘদিন জেল খাটে। ভাড়াউড়া চা বাগানের স্টাফ, পাহারাদারসহ অনেক মানুষকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা শ্রীমঙ্গলের সকলের জানা আছে। তিনি আরো বলেন, দুই বাচ্চার মারামারির ঘটনায় তিনি অনুতপ্ত হন প্রিন্সিপালের রুমে’ তারপরেও আমার উপর নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে।

এঘটনায় নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

যোগাযোগ করা হলে প্রেম সাগর হাজরা বলেন, ‘সাংবাদিক শুকুরের উপর কারা হামলা করেছে তা তিনি জানেন না। তবে ঘটনায় তার শিশু পুত্রের মাথায় গুরুত্বর জখম হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই শিশুর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুস শুকুর তার উপর হামলার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।#