শ্রীমঙ্গলে সুবিধাবঞ্জিত ২৫৫ শিক্ষার্থীকে সহায়তা প্রদান

- আপডেট সময় ১১:০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাারের শ্রীমঙ্গলে মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্টানের ২৫৫জন সুবিধাবঞ্জিত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস শীর্ষক স্কিমের আওতায় ১৭টি বিদ্যালয়ের ২৫৫জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান প্রমুখ।
