শ্রীমঙ্গল অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকার অর্থদন্ড

- আপডেট সময় ০৪:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২১৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে শামিম মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার।
এসময় প্রায় ২২’শ ঘনফুট বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে ট্রাকে করে নিয়ে যাবার সময় ট্রাকের মালিক শামিম মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও প্রায় ২২’শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
