ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক- ৪

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৭৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ৩ পুরুষ ও এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত ডলুছড়া গ্রামের তংথাই রেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার রূপসপুর এলাকার আব্দুল মতলিব মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫), পশ্চিমভাড়াউড়া গ্রামের নুরুল হক শিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩৫), ডলুছড়া গ্রামের দত্তরাম দেববর্মার ছেলে ধনঞ্জয় দেববর্মা (৩৪) ও নড়াইল কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের আজিজ শেখ এর মেয়ে রাবেয়া আক্তার নিশি (২০) কে আটক করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনী ব্যবস্থা শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও হোটেল রিসোর্টের আড়ালে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :