ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল এক দিনে ৩টি বন্যপ্রাণী উদ্ধার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ২৮৩৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনে পৃথক এলাকা থেকে অজগর, বেত আঁচড় সাপ ও একটি চিল উদ্ধার করেছে শ্রীমঙ্গললস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
শনিবার (২২ জুন) সকালে শহরতলীর রুপশপুর এলাকার একটি বাড়ির ঠাকুর ঘর থেকে বেত আঁচড়, জেটি রোড এলাকা থেকে একটি অজগর সাপ ও সিন্দুরখান রোড থেকে ২টি চিল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ শ্রীমঙ্গল।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলের পৃথক স্থান থেকে ২টি সাপ ও ২টি চিল অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। প্রাণীগুলো শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :