ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল ট্রাক চাপায় মহিলার মৃত্যু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ৩৪৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক চাপায় এক মহিলা কাজল বেগম (৪২) মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার নাতি ও মেয়ে। কাজল উত্তর উত্তরশুর এলাকার সুরত আলীর স্ত্রী।
মঙ্গলবার দুপুরে ভৈরবতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান,দুপুরে ভৈরবতলী এলাকায় মটরসাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক বা দিকে সাইড নেয়। এ সময় রাস্তার পাশে দাড়ানো কাজল বেগম (৪০) ঘটনাস্থলেরই মারা যান। গুরুতর আহতবস্থায় মৌলভীবাজার সদর ও সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাঁর মেয়ে পপি বেগম ও নাতি লিমন মিয়াকে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :