শ্রীমঙ্গল ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় ১২:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ২৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হুসনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এসআই মাহমুদুর রহমানসহ মৌলভীবাজার ডিবির একটি টিম শ্রীমঙ্গল স্টেশন সংলগ্ন সোনারগাঁও রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
সোনারগাঁও রোডের ভিশন ট্রেডার্স নামক একটি কাগজের কার্টুনের দোকানের সামনে থেকে হুসনা বেগমকে আটক করা হয়।
ঘটনাস্থলে সাক্ষীদের সামনে নারী পুলিশ কর্তৃক আটককৃত নারীর দেহ তল্লাশী করে তার পরনের শাড়ীর কোছা থেকে দুটি নীল রঙের পলিপ্যাকের ভেতর থেকে মোট ২৮০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত হুসনা বেগম রাজনগর থানাধীন ডেফলউড়া গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে সে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

















