শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
- আপডেট সময় ০৫:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: শহরের সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে মিলাদ মাহফিলের মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে এ কাজের উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, অত্র কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান দি-ব্রিলিয়ান্ট এর স্বত্বাধিকারী মনোয়ার হোসেন মিলন।
এছাড়া এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা মকবুল হোসেন, পৌর বিএনপির নেতা মীর এম এ সালাম, উপজেলা জামায়াতে ইসলামী’র নেতা মো. আশরাফুল ইসলাম কামরুল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান শহরকে যানজটমুক্ত ও সুন্দর রাখতে পৌরসভার উদ্যোগে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। শহরের সাগরদিঘী রোডের এই কাজ পোস্ট অফিস রোড থেকে শুরু করে শেষ হবে হবিগঞ্জ রোডে গিয়ে। মেন রোড সংস্কার করে রোডের দুই পাশে ইউনিব ব্লক দিয়ে রাস্তা প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন করা হবে, যাতে করে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।
এ সময় স্থানীয়রা সময়োপযোগী কার্যক্রম হাতে নেওয়ার জন্য পৌর প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
















