ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল বিটিআরআইয়ের চা গবেষণা উপকমিটির সভা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ২৪৯ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর ৭৯ তম গবেষণা উপকমিটির সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) শ্রীমঙ্গল চা গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর ৭৯ তম গবেষণা উপকমিটির সভা অনুষ্টিত হয়।
ভার্চুয়্যালী ভাবে সংযুক্ত হয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।
চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও বিটিআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ.কে.এম. রফিকুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানী বিভাগের অধ্যাপক ড এ.কে.এম. গোলাম সারোয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সদস্য পরিচালক ড. মো. বক্তীয়ার হোসেন ও বাংলাদেশীয় চা সংসদের সদস্য ও ফিনলে’র চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।
গবেষণার উপকমিটির সভায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা বিভাগের বিজ্ঞানীগণ ২০২৩ সালের নিজ নিজ গবেষণা অগ্রগতি ও ২০২৪ সালের নতুন গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন।
সভায় গবেষণা পর্যালোচনা সভায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও টি ট্রেডার্স এসোসিয়েশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ট্যাগস :